ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক র‌্যালী ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক র‌্যালী ও পরিচ্ছন্নতা অভিযান

২৮ আগস্ট বুধবার বেলা ১১ টায় নিবরাস মাদরাসার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিধনে গণসচেতনতামূলক এক র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষ মো. মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্ত্বে র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা হাজী মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল কুদ্দুস ফকির, বনশ্রী সোসাইটির সাবেক সভাপতি আলহাজ্জ এম এ বাতেন চৌধুরী, নিবরাস ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল জনাব শাহ মো. ওয়ালী উল্লাহ, রামপুরা পুলিশ ফাড়ীর ইনচার্জ জনাব হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। ডে-শিফট ইনচার্জ জনাব মাজহারুল ইসলামের উপস্থাপনায় উক্ত র‍্যালীতে অন্যানের মধ্যে মাদরাসা উপাধ্যক্ষ হোসাইন মো. ইলিয়াস, জনাব মেছবাহ উদ্দীন চৌধুরী, জনাব জিয়াউর রহমান, জনাব আশরাফুল আলম, জনাব সাজ্জাদ হোসাইন, জনাব মীর মাহবুব হাসান, জনাব মহসীন উদ্দীন, জনাব মাহফুজুর রহমান, জনাব এনামুল হকসহ ডে শিফটের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। র‍্যালীটি বনশ্রীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডি ৫ এভিনিউ রোডে এসে সমাপ্ত হয়। র‍্যালী শেষে শিক্ষকমন্ডলীর নেতৃত্ত্বে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

nibrasbd