কুরআনের শিক্ষা বিস্তারে মাদরাসা শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুরআনের শিক্ষা বিস্তারে মাদরাসা শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: জাকির হোসেন এমপি বলেন, মহাগ্রন্থ আল-কুরআনের সংরক্ষণ ও এর শিক্ষা বিস্তারে মাদরাসা শিক্ষার্থীরাই সমাজে মুখ্য ভূমিকা পালন করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি স্বাধীন রাষ্ট্রে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ধর্মীয় শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা-কে সমৃদ্ধ করতে যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিবরাস মাদরাসার শিক্ষার্থীরা আগামীদিনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং অত্র মাদরাসার শিক্ষকদের যোগ্যতার ভূয়সি প্রশংসা করেন। গত ২৬ জুলাই’২২ স্থানীয় একটি কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদরাসার অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা হাজী মো. লিয়াকত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন উপাধ্যক্ষ হোসাইন মো. ইলিয়াস। হামেদ জামীল হোসাইন ও শরীফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কবি নজরুল সরকারি কলেজের প্রফেসর ড. মুহা. আতাউর রহমান, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মো. নূরুল্লাহ আল-মাদানী, মাতৃভূমি ফাউন্ডেশন কুমিল্লার চেয়ারম্যান মো. আখতার হোসাইন, মোহাম্মদ ক্যাম্পাসের ইনচার্জ ওয়ালী উল্লাহ খান, দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের ইনচার্জ মাজহারুল ইসলাম, হিফজ ক্যাম্পাসের চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান, আশরাফুল আলম, মীর মাহবুব হাসান, উবায়দুল্লাহ শামীম, মাহফুজুর রহমানসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

nibrasbd