দুনিয়া-আখেরাতে সফলতার জন্য মূল্যবোধ ও নৈতিক শিক্ষা অপরিহার্য -ঢাকা জেলা শিক্ষা অফিসার

দুনিয়া-আখেরাতে সফলতার জন্য মূল্যবোধ ও নৈতিক শিক্ষা অপরিহার্য -ঢাকা জেলা শিক্ষা অফিসার

ঢাকা জেলা শিক্ষা অফিসার জনাব মো: আব্দুল মজিদ বলেন, ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তির জন্য মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা জরুরি। তাই মাদরাসা শিক্ষার্থীদের কুরআন-হাদিস শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় পারদর্শীতা অর্জন করতে হবে। গত ৩০ জুলাই’২২ মোহাম্মদপুরস্থ টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা মোহাম্মদপুর ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২২ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মাদরাসার শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের মাধ্যমে আলোকিত দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান এবং শিক্ষার্থীদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন। মাদরাসার অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসুল আজম জামে মসজিদের খতিব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মো. আব্দুর রাজ্জাক। হামেদ জামীল হোসাইন ও শরীফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রাজু আহমেদ, গাউসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এজহারুল হক, কবি নজরুল সরকারি কলেজের প্রফেসর ড. মুহা. আতাউর রহমান, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মো. নূরুল্লাহ আল-মাদানী, শায়খ বায়েজিদ বিন মুসলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন মোহাম্মদপুর ক্যাম্পাসের ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ খান। অন্যান্যের মধ্যে টিচার্স কো-অর্ডিনেটর আব্দুল হাই, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম-খতিবসহ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

nibrasbd