Chairman’s Message

আল-হামদুলিল্লাহি, ওয়াসসালাতু ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ, ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাছিরা। 
নিবরাস ফাউান্ডেশন বাংলাদেশ একটি সেবামূলক প্রতিষ্ঠান। যুগে যুগে সমাজের জন্য একদল ত্যাগী মানুষের অবদানের ফলেই পৃথিবীর মানুষ বিভিন্ন কল্যাণে আচ্ছাদিত হয়েছে। সমাজে শান্তিও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। মহান আল্লাহ মানুষকে কল্যাণের পথে নিজেদর প্রতিযোগিতায় অবতীর্ণ হতে নির্দেশ করেছেন। বলেছেন, ‘তোমরা কল্যাণের পথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও’। আমাদের প্রিয় নবীর গোটা জীবনই ছিলো মানুষের কল্যাণের জন্য নিবেদিত। কোন নবীই তাঁর জীবনে সম্পদ রেখে যাননি। রেখে গেছেন ইলম বা জ্ঞান, যা মানুষের জন্য কল্যাণকর। এসব আদর্শ সামনে রেখেই নিবরাসের প্রতিষ্ঠা। নিবরাস ১০০ শিক্ষিত মানুষের সংগঠন।

নিবরাস ফাউন্ডেশন তিন দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে। শিক্ষা, গবেষণা ও সমাজকল্যাণ। মানুষ গঠনের ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল শক্তি। নিবরাসর সে কারণে শিক্ষার প্রসারে বিশেষভাবে গুণগত মানসম্পন্ন শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করছে। গবেষণা জাতিকে দিকনির্দেশনা দিতে খুবই গুরুত্বপূর্ণ আর গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের উপর কর্তব্য। সে কারণে গবেষণা ও সমাজকল্যাণমূলক কাজ আমাদের ব্রত।

যে কোন সামাজিক সংগঠনকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের সহায়তা প্রয়োজন। নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশও সমাজের প্রতিটি মানুষের পরামর্শ ও সহায়তা প্রত্যাশা করে। সকলের সহায়তা পেলে নিবরাস একদিন দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে বিশেষ ভ’মিকা পালন করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।
সর্বোপরি, মহান আল্লাহর দরবারে দো’আ করছি আল্লাহ তা’আলা যেন আমাদের সকলকে কবুল করেন। আমাদের সকল ভালো উদ্যোগে বরকত দান করেন। আমিন!

(প্রফেসর ড.মোহাম্মদ মুস্তাফিজুর রহমান)
চেয়ারম্যান
নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ