সমাজ কল্যাণে
Table of Contents
ভুমিকা:
অ্যালাইড সেন্টার প্রতিষ্ঠা:
সমাজের কল্যাণে এ সমাজের শিক্ষাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো দানের উদ্দেশ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের পলাসোনায় ‘নিবরাস অ্যালাইভ সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বর্তমান সংখ্যা ২৫ জন। যারা বিনামূল্যে কুরআন, হাদিস, মাসআলা-মাসায়েল ও দ্বীনের মৌলিক শিক্ষার সুযোগ পাচ্ছে।
অ্যালাইভ স্কুল প্রতিষ্ঠা:
সমাজের সুবিধাবঞ্চিত, অবহেলিত ও পথশিশুদের শিক্ষার আলো দানের উদ্দেশ্যে নিরাস গার্লস মাদরাসা ক্যাম্পাসে নিৱাস অ্যালাইভ স্কুল’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। যেখানে প্রতি বৃহস্পতিবার তাদের খাদ্যের বিনিময়ে নৈতিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বর্তমান সংখ্যা ২০০
কার্যক্রম
- অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ;
- গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ;
- সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দুই ঈদে ঈদ সামগ্রী/পীতবস্ত্র বিতরণ;
- ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক র্যালি ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
- ইফতার, আলোচনা সভা, মতবিনিময় সভাঃ
- করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ; • সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈনসামগ্রী ও কুরবানির গোশত বিতরণ
- গরিব ও অসহায় পরিবারের সন্তানদের বিবাহ সম্পাদনে আর্থিক সহায়তা প্রদান
- সমাজের দরিদ্র শ্রেণির সুস্বাস্থ্যের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড ডোনেশন ও চিকিৎসা সহায়তা প্রদান;
- বন্যা, খরা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের প্রতি সহায়তার হাত সম্প্রসারণ ইত্যাদি।


সমাজকল্যাণমূলক কার্যাবলি (পরিকল্পনাধীন):
১. মসজিন কমপ্লেক্স প্রতিষ্ঠা করা।
২. বৃত্তি প্রকল্প (চলমান) আরও বর্ধিত করা।
৩. প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৪. গরিব, মিসকিন ও অসহায়দের সহযোগিতার জন্য ফান্ডকে আরো সমৃদ্ধ করা।
৫. দুঃস্থ ও অসহায় নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
৬. নৈতিক শিক্ষায় প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন মাধ্যমে উন্নয়ন সহযোগিতা করা।
৭. ইয়াতিমখানা প্রতিষ্ঠা ও পরিচালনা করা।
৮. কবরস্থান স্থাপন করা।
দুনিয়া ও আখিরাতের সফলতার লক্ষ্যে আধুনিক এবং দ্বীনি শিক্ষার অভূতপূর্ব সমন্বয় সাধনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন একদল মানুষ তৈরির প্রত্যয়ে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ’র যাত্রা শুরু হয়। যে শিক্ষা মানুষকে শিক্ষিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার মূর্তপ্রতীক হিসেবে পড়ে তুলবে, যা সামাজিক সুখ-শান্তি ও শৃঙ্খলা বিধানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
পরিশেষে মহান রবের নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে সিরাতুল মুস্তাকিম অনুযায়ী চলার তাওফিক দান করেন, প্রত্যেকটি ভালো কাজকে কবুল এবং খারাপ ও অকল্যাণকর সকল কাজ হতে বিরত রাখেন ।
সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে ‘নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ’ যেন ভ্রাতৃত্বের গভীর বন্ধনে আবদ্ধ থেকে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারে এবং নিবরাসের সকল সদস্য ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করতে পারেন আল্লাহ তা’আলা সে লক্ষ্যে সকলকে কবুল করেন। আমীন!
Social wealfare activities

অ্যালাইভ সেন্টার-এর নিয়মিত শিক্ষাকার্যক্রম
- May 13, 2025
- By admin-nibrasbd
অ্যালাইভ সেন্টার-এর নিয়মিত শিক্ষাকার্যক্রম
গাজীপুরস্থ পলাসোন...
শীতবস্ত্র বিতরণ-২০১৯
- May 13, 2025
- By admin-nibrasbd
শীতবস্ত্র বিতরণ-২০১৯
গত ২২ ডিসেম্বর '১৯ নিবরাস ফাউন্ডেশন বাং...
পথশিশুদের মধ্যে কোরবানির গোশত বিতরণ-২০২০
- May 13, 2025
- By admin-nibrasbd
থশিশুদের মধ্যে কোরবানির গোশত বিতরণ-২০২০
১ আগস্ট '২০ নিবরাস ...