Social Welfare

সমাজ কল্যাণে

Table of Contents

 ভুমিকা:
সহজাত মানবিক গুণাবলির মধ্যে মানুষের কল্যাণ সেবা ও একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন উল্লেখযোগ্য। এ মানবতাবোধ ও মহৎ প্রবণতা যাদের মধ্যে বিদ্যমান, তারা সমাজ, রাষ্ট্র তথা জীবনের সর্বক্ষেত্রে উজ্জ্বল ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম। মানবতার সার্বজনীন জীবনব্যবস্থা ইসলামে মানবিক কল্যাণ, সেবাধর্মী চিন্তা-চেতনা ও পরোপকারের এ কাজকে অত্যন্ত মহৎ গুণ হিসেবে আখ্যা দেয়ার পাশাপাশি এটিকে সাওয়াবের কাজও বলা হয়েছে। হিতৈষী মনোভাব ও সহমর্মিতার গুণ ছাড়া মানবিকতা ও মহানুভবতার বিকাশ পূর্ণতা পায় না। নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ সাধ্যমত নিজেদের সমাজের কল্যাণে সম্পৃক্ত রাখার চেষ্টা অব্যাহত রাখছে। করোনা মহামারির ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষার নিমিত্তে নিবরাস তার সীমাবদ্ধতার মাঝেও বেশ কিছু কর্মসূচির আঞ্জাম দিয়েছে। ইতোমধ্যে সমাজকল্যাণে যেসব কাজ সম্পাদন করা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ।

অ্যালাইড সেন্টার প্রতিষ্ঠা:

সমাজের কল্যাণে এ সমাজের শিক্ষাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো দানের উদ্দেশ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের পলাসোনায় ‘নিবরাস অ্যালাইভ সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বর্তমান সংখ্যা ২৫ জন। যারা বিনামূল্যে কুরআন, হাদিস, মাসআলা-মাসায়েল ও দ্বীনের মৌলিক শিক্ষার সুযোগ পাচ্ছে।

অ্যালাইভ স্কুল প্রতিষ্ঠা:

সমাজের সুবিধাবঞ্চিত, অবহেলিত ও পথশিশুদের শিক্ষার আলো দানের উদ্দেশ্যে নিরাস গার্লস মাদরাসা ক্যাম্পাসে নিৱাস অ্যালাইভ স্কুল’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। যেখানে প্রতি বৃহস্পতিবার তাদের খাদ্যের বিনিময়ে নৈতিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বর্তমান সংখ্যা ২০০

কার্যক্রম

  • অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ;
  • গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ;
  • সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দুই ঈদে ঈদ সামগ্রী/পীতবস্ত্র বিতরণ;
  • ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক র্যালি ও পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
  • ইফতার, আলোচনা সভা, মতবিনিময় সভাঃ
  • করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ; • সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈনসামগ্রী ও কুরবানির গোশত বিতরণ
  • গরিব ও অসহায় পরিবারের সন্তানদের বিবাহ সম্পাদনে আর্থিক সহায়তা প্রদান
  • সমাজের দরিদ্র শ্রেণির সুস্বাস্থ্যের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড ডোনেশন ও চিকিৎসা সহায়তা প্রদান;
  • বন্যা, খরা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের প্রতি সহায়তার হাত সম্প্রসারণ ইত্যাদি।

সমাজকল্যাণমূলক কার্যাবলি (পরিকল্পনাধীন):

১. মসজিন কমপ্লেক্স প্রতিষ্ঠা করা।

২. বৃত্তি প্রকল্প (চলমান) আরও বর্ধিত করা।

৩. প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৪. গরিব, মিসকিন ও অসহায়দের সহযোগিতার জন্য ফান্ডকে আরো সমৃদ্ধ করা।

৫. দুঃস্থ ও অসহায় নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

৬. নৈতিক শিক্ষায় প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন মাধ্যমে উন্নয়ন সহযোগিতা করা।

৭. ইয়াতিমখানা প্রতিষ্ঠা ও পরিচালনা করা।

৮. কবরস্থান স্থাপন করা।

দুনিয়া ও আখিরাতের সফলতার লক্ষ্যে আধুনিক এবং দ্বীনি শিক্ষার অভূতপূর্ব সমন্বয় সাধনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন একদল মানুষ তৈরির প্রত্যয়ে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ’র যাত্রা শুরু হয়। যে শিক্ষা মানুষকে শিক্ষিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার মূর্তপ্রতীক হিসেবে পড়ে তুলবে, যা সামাজিক সুখ-শান্তি ও শৃঙ্খলা বিধানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

পরিশেষে মহান রবের নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে সিরাতুল মুস্তাকিম অনুযায়ী চলার তাওফিক দান করেন, প্রত্যেকটি ভালো কাজকে কবুল এবং খারাপ ও অকল্যাণকর সকল কাজ হতে বিরত রাখেন ।

সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে ‘নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ’ যেন ভ্রাতৃত্বের গভীর বন্ধনে আবদ্ধ থেকে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারে এবং নিবরাসের সকল সদস্য ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করতে পারেন আল্লাহ তা’আলা সে লক্ষ্যে সকলকে কবুল করেন। আমীন!

Social wealfare activities

heading-image

অ্যালাইভ সেন্টার-এর নিয়মিত শিক্ষাকার্যক্রম
গাজীপুরস্থ পলাসোন...

শীতবস্ত্র বিতরণ-২০১৯
গত ২২ ডিসেম্বর '১৯ নিবরাস ফাউন্ডেশন বাং...

থশিশুদের মধ্যে কোরবানির গোশত বিতরণ-২০২০
১ আগস্ট '২০ নিবরাস ...