Contact Info

Research

Table of Contents

পুস্তক-পুস্তিকা প্রণয়ন ও প্রকাশনা

নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে এ পর্যন্ত বেশ ক’টি পাঠ্যপুস্তক, সহায়িকা পুস্তক, সহায়িকা ও স্ক্রিপ্ট প্রণয়ন করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রেক্ষাপট সহায়ক ও জ্ঞান বর্ধনমূলক নতুন সযোজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. অল আরাবিয়াতু লিল আতকাল (প্লে-৩য় শ্রেণি) ৬টি বই:

২. হিফয বিভাগের শিক্ষার্থীদের জন্য হিফ্য প্রগ্রেসিভ রিপোর্ট বই প্রণয়ন।

৩. শ্রেণিভিত্তিক বাংলা-আরবি-ইংরেজি কথোপকথন শিক্ষাস্ক্রিপ্টঃ

৪. তাহফিযুল কুরআন বিভাগের জন্য শিক্ষাক্রম প্রণয়নঃ

৫. মাদরাসা এসপেক্টাস।

৬. ফাউন্ডেশন প্রসপেক্টাস।

 

স্মারক, বার্ষিকী ও ত্রৈমাসিক প্রকাশ:

১. ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত ৯টি স্মারক:

২. হিফ্য অ্যাওয়ার্ড স্মারক ২টি;

৩. বার্ষিকী “বিচ্ছুরণ প্রকাশ ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৯টি;

৪. ত্রৈমাসিক নিরাস’ প্রকাশ।

প্রশিক্ষণ/সেমিনার/সিম্পোজিয়াম

১. নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন;

২. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনার, গোলটেবিল আলোচনা:

৩. আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন উপলক্ষে গোলটেবিল আলোচনা;

৪. শিক্ষান্নোয়নে নারীর ভূমিকা শীর্ষক সেমিনার;

৫. মাহে রমযানের শিক্ষা বাস্তবায়নে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা:

৬. বিভিন্ন ধরনের মতবিনিময় সভা, আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের আয়োজন।

পরিকল্পনা
  • ১. নিরাস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা;

    ২. নিবরাস গবেষণা সেলকে আরো কার্যকর করা ;

    ৩. ফাউন্ডেশনের ‘স্মারক’ ও মাদরাসার বার্ষিকী ‘বিচ্ছুরণ’ প্রকাশ অব্যাহত রাখাঃ

    ৪. সমসাময়িক বিভিন্ন গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করা: ৫. ইসলাম, সমাজ ও দেশের প্রয়োজনীয় বিষয়ে মতবিনিময় করা।

    ৬. গবেষণাধর্মী বই প্রণয়ন ও প্রকাশ করা:

    ৭. শিক্ষার্থীদের আরবী ভাষায় পারদর্শী করতে মানসম্মত পুস্তক প্রণয়ন ও প্রকাশ করা

    ৮. মাসিক একটি গবেষণা পত্রিকা প্রকাশ করা:

    ৯. সেমিনার, সিম্পোজিয়াম কার্যক্রম অব্যাহত রাখা:

    ১০. শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রাখা:

    ১১. নিবরাস বিডি প্রকাশনের কার্যক্রমকে আরো বেগবান করা।

    ১২. নিয়মিত ত্রৈমাসিক নিবরাস প্রকাশ অব্যাহত রাখা।