গবেষণা
Quick LInks
ভুমিকা:
মানুষের মন সর্বদা কৌতূহলী। কৌতূহল থেকে মানুষের মনে নানা রকম প্রশ্ন জেগে ওঠে। কৌতূহল থেকে জেগে ওঠা প্রশ্নসমূহের উত্তর খোঁজার প্রক্রিয়াকে আমরা গবেষণা বলতে পারি। মানুষের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া যা সত্যানুসন্ধান ও কল্যাণের লক্ষ্যে পরিচালিত হয়। গবেষণা যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমকে করে উৎকর্ষ ও সমৃদ্ধ এবং এর ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। জ্ঞান-বিজ্ঞানে গবেষণাকর্ম যত বেশি কার্যকর থাকবে, সমাজ, মানবিকতা এবং অর্থনীতিতে তত বেশি উন্নত ও সমৃদ্ধ হবে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে জাতীয় বিষয়াদিতে নিকনির্দেশনায় ভূমিকা পালন এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একদল যোগ্য ও বিজ্ঞ লোকের লেগে থাকা প্রয়োজন। সেই লক্ষ্যে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ কলালমূলক চিন্তাধারাকে সামনে রেখে যে গবেষণা বিভাগ প্রতিষ্ঠা করেছে তার তত্ত্বাবধানে বেশ কিছু গবেষণা কাজ ইতোমধ্যে সম্পাদিত হয়েছে, আর কিছু পরিকল্পনাধীন রয়েছে।
পুস্তক-পুস্তিকা প্রণয়ন ও প্রকাশনা:
নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে এ পর্যন্ত বেশ ক’টি পাঠ্যপুস্তক, সহায়িকা পুস্তক, সহায়িকা ও স্ক্রিপ্ট প্রণয়ন করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রেক্ষাপট সহায়ক ও জ্ঞান বর্ধনমূলক নতুন সযোজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
১. অল আরাবিয়াতু লিল আতকাল (প্লে-৩য় শ্রেণি) ৬টি বই:
২. হিফয বিভাগের শিক্ষার্থীদের জন্য হিফ্য প্রগ্রেসিভ রিপোর্ট বই প্রণয়ন।
৩. শ্রেণিভিত্তিক বাংলা-আরবি-ইংরেজি কথোপকথন শিক্ষাস্ক্রিপ্টঃ
৪. তাহফিযুল কুরআন বিভাগের জন্য শিক্ষাক্রম প্রণয়নঃ
৫. মাদরাসা এসপেক্টাস।
৬. ফাউন্ডেশন প্রসপেক্টাস।
স্মারক, বার্ষিকী ও ত্রৈমাসিক প্রকাশ:
১. ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত ৯টি স্মারক:
২. হিফ্য অ্যাওয়ার্ড স্মারক ২টি;
৩. বার্ষিকী “বিচ্ছুরণ প্রকাশ ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৯টি;
৪. ত্রৈমাসিক নিরাস’ প্রকাশ।


প্রশিক্ষণ/সেমিনার/সিম্পোজিয়াম:
ক. নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন;
খ. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনার, গোলটেবিল আলোচনা:
গ. আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন উপলক্ষে গোলটেবিল আলোচনা;
ঘ. শিক্ষান্নোয়নে নারীর ভূমিকা শীর্ষক সেমিনার;
৩. মাহে রমযানের শিক্ষা বাস্তবায়নে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা:
চ. বিভিন্ন ধরনের মতবিনিময় সভা, আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের আয়োজন।
পরিকল্পনা:
১. নিরাস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা;
২. নিবরাস গবেষণা সেলকে আরো কার্যকর করা ;
৩. ফাউন্ডেশনের ‘স্মারক’ ও মাদরাসার বার্ষিকী ‘বিচ্ছুরণ’ প্রকাশ অব্যাহত রাখাঃ
৪. সমসাময়িক বিভিন্ন গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করা: ৫. ইসলাম, সমাজ ও দেশের প্রয়োজনীয় বিষয়ে মতবিনিময় করা।
৬. গবেষণাধর্মী বই প্রণয়ন ও প্রকাশ করা:
৭. শিক্ষার্থীদের আরবী ভাষায় পারদর্শী করতে মানসম্মত পুস্তক প্রণয়ন ও প্রকাশ করা
৮. মাসিক একটি গবেষণা পত্রিকা প্রকাশ করা:
৯. সেমিনার, সিম্পোজিয়াম কার্যক্রম অব্যাহত রাখা:
১০. শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রাখা:
১১. নিবরাস বিডি প্রকাশনের কার্যক্রমকে আরো বেগবান করা।
১২. নিয়মিত ত্রৈমাসিক নিবরাস প্রকাশ অব্যাহত রাখা।

Research Articles
- List Item #1
- List Item #2
- List Item #3
- List Item #1
- List Item #2
- List Item #3
Activities of Research Scholar
