About Us
বিশ্বজাহানের মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে সৃজন করে তার মেধা, প্রজ্ঞা, চিন্তা-চেতনা ও চেষ্টা-প্রচেষ্টা দ্বারা এ ধরণীকে সুন্দর এবং নিরাপদভাবে বাসযোগ্য করে গড়ার লক্ষ্যে নানা বিধিবিধান সম্বলিত গাইডলাইন দিয়েছেন। তারই কার্যকর বাস্তবায়নের ধারাবাহিকতায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি। যাদের বুদ্ধি ও বিবেক রয়েছে তাদের জন্যই সামাজিকতা। সমাজে সকল মানুষেরই একতাবদ্ধ হয়ে চলতে হয়। আল্লাহ তা’আলার নিকট মৃত্যুর পর প্রত্যেকটি কাজের জবাবদিহিতার অনুভূতির পাশাপাশি মানুষ তার কর্মকাণ্ডে দূরদর্শিতা, সততা, নিষ্ঠা ও কল্যাণের দিকনির্দেশনাসহ বাস্তবমুখিতা এবং পারস্পরিক মতবিনিময়ের সুযোগকে কাজে লাগাবে এটাই মানবের প্রতি তার রবের প্রত্যাশা। সামাজিক শৃঙ্খলা, শান্তি ও উৎকর্ষ সাধনে উদ্যোগী হওয়া, দায়বদ্ধতার মানসিকতা রাখতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে একদল আল্লাহভীরু, সৎ, যোগ্য ও দক্ষ নবীন-প্রবীণের প্রত্যয়দ্বীপ্ত কাফেলা ‘নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ’।