দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের নাযেরা ও হিফয সবক অনুষ্ঠান-২০২১
৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নিবরাস মাদরাসা দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের উদ্যোগে নাযেরা ও হিফয স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান-২০২১ অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের ইনচার্জ জনাব মাজহারুল ইসলাম আযহারীর স্বাগতবক্তব্যেরমাধ্যমে শুরু হওয়া অত্র সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আন্তর্জাতিকে খ্যাতিসম্পন্ন ও স্বর্ণপদকপ্রাপ্ত ক্বারী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ ক্বারী নাজমুল হাসান। টিচার্স কো-অর্ডিনেটর জনাব মাহফুজুর রহমান আযহারীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকদিয়া ইদ্রিসিয়া এম আই মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট মুফাস্স্সিরে কুরআন মাওলানা ওয়ালীউল্লাহ হেলালী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ বনশ্রী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: রফিজুদ্দীন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মির্জা মোস্তাফিজুর রহমান, ফাউন্ডেশনের সদস্য জনাব মোহাম্মদ ওহীদুজ্জামান মাসউদ মাদানী। উক্ত অনুষ্ঠানে ৪২ জন খুদে শিক্ষার্থীকে মহাগ্রন্থ আল কুরআনের সবক প্রদান করা হয়।