দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২০

দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২০

গত ৮ নভেম্বর ২০ সকাল ৯:৩০টায় নিবরাস মাদরাসা দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২০ অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা। টিচার্স কো- অর্ডিনেটর জনাব মাহফুজুর রহমান আযহারীর সঞ্চালনায় উক্ত অনলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের তৎকালীন সহকারী অধ্যাপক ড. মো. নূরুল্লাহ আল-মাদানী। স্বাগত বক্তব্য পেশ করেন ক্যাম্পাস ইনচার্জ জনাব মাজহারুল ইসলাম আযহারী। পুরস্কার বিতরণ পর্বে সাংস্কৃতিক দশক-২০২০ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের বিকাল ৩:০০টায় পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা মিলনায়তন থেকে পুরস্কৃত করা হয়।

Share This: