Foundation

Foundation Events

নিবরাস‘ (Nibras) একটি নাম, একটি স্বপ্ন, একটি ফুটন্ত গোলাপ। যার মিষ্টি সুভাসে সুভাসিত হচ্ছে লাল সবুজের এ প্রিয় ভুখণ্ডের অজস্র অগণিত বনি আদম। গোটা মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র কাবা আল-মোশারাফার পবিত্র আঙ্গিনা থেকে যার শুভসূচনা। নিবরাসআজ সমগ্র দেশবাসীর জন্য আলোকবর্তিকা হিসেবে আবর্তিত। যে মহান মহিয়ানের অবারিত রহমত ও দয়ার বদৌলতে এ প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, দীর্ঘ দেড়টি বছর যাবৎ বিশ্বব্যাপী চলমান অদৃশ্য মরণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সার্বিক বিপর্যস্থতার মাঝেও অত্যন্ত সফল ও সুচারুভাবে সম্মুখপানে নিবরাসের অগ্রসরতা ও প্রসারতা প্রবাহমান, সে সুমহান দরবারে মস্তকাবনতচিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। শিক্ষা, গবেষণা ও সমাজকল্যাণের মতো গুরুত্বপূর্ণ তিন দফা কর্মসূচি বাস্তবায়নে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে দৃঢ়প্রতিজ্ঞ। গত ১১ অক্টোবর ১৯ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ বার্ষিক সাধারণ সভা পরবর্তী কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত চিত্র উপস্থাপিত হলো।