Contact Info

ভার্চুয়াল শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ডিসেম্বর ‘২০ মঙ্গলবার নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নিবরাস মাদরাসার বিভিন্ন ক্যাম্পাসের সম্মানিত শিক্ষকদের নিয়ে এক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৭ ঘন্টাব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় বিষয়ভিত্তিক ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, প্রখ্যাত আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা মো. যাইনুল আবেদীন, ইউরোপিয়ান জামেয়া ইসলামিয়ার রেক্টর ড. আবুল কালাম আজাদ, টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক জনাব কবির হোসাইন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের তৎকালীন সহকারী অধ্যাপক ড. মো. নূরুল্লাহ আল-মাদানী, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, মাদরাসার অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কী, উপাধ্যক্ষ হোসাইন মো. ইলিয়াস, মোহাম্মদপুর ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ ওয়ালী উল্লাহ খান, দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের ইনচার্জ মাজহারুল ইসলাম আযহারী, তাহফিযুল কুরআন ক্যাম্পাসের চেয়ারম্যান হাফেয জিয়াউর রহমান প্রমুখ। ভার্চুয়াল প্রশিক্ষণে দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।