২২ ফেব্রুয়ারি শনিবার টাঙ্গাইল জেলার মির্জাপুর মহেড়া জমিদার বাড়ীতে নিবরাস মাদরাসা মোহাম্মদপুর ক্যাম্পাসের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয় শিক্ষাসফরে শ্রেণিভিত্তিক মার্বেল দৌড়, ভেতর/বাহির অংক দৌড়, গুপ্তধন উদ্ধার, পাখি উড়া, নেতার আদেশ, বেলুন ফুটানো, পিলো পাসিংসহ বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে মাদরাসার অধ্যক্ষ মো. মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে শিক্ষাসফর সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। টিচার্স কো-অর্ডিনেটর জনাব উবাইদুল্লাহ জাকিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েখ মো. বায়েজিদ হোসাইন, জনাব মো. সাইদুর রহমান, জনাব মাহবুব আল হাদী, জনাব শাহাবুদ্দীন রানা, জনাব খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন মোহাম্মদপুর ক্যাম্পাসের ইনচার্জ জনাব মোহাম্মদ ওয়ালী উল্লাহ খান। শিক্ষাসফরে ১২টি বাসযোগে প্রায় ছয়শত ডেলিগেট অংশগ্রহণ করে।
Leave Your Comments