৮ ফেব্রুয়ারি ‘২০ শনিবার গাজীপুর জেলার বাঘের বাজারে অবস্থিত ‘সাবাহ গার্ডেন’-এ নিবরাস মাদরাসার দিবা শাখার শিক্ষাসফর-২০২০ অনুষ্ঠিত হয়। শিক্ষাসফরে শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক বিস্কুট দৌড়, ভেতর/বাহির, অংক দৌড়, গুপ্তধন উদ্ধার, পিলো পাসিং, ২০০ মিটার দৌড়, মোড়গ লড়াই, হাঁড়ি ভাঙ্গাসহ বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে মাদরাসার অধ্যক্ষ মো. মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে শিক্ষাসফর সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমা-পূর্ব আলোচক, প্রখ্যাত আলেমেদ্বীন ড. মাওলানা আ. কাইয়ুম আল-আযহারী, নিবরস ফাউন্ডেশনের ফিন্যান্স সেক্রেটারি জনাব আতাউর রহমান শরীফ, ফাউন্ডেশনের সদস্য জনাব আ. রাকীব, জনাব বশির আহমাদ, জনাব সাজ্জাদ হোসাইন, হাফেয আমিনুল ইসলাম, ছফি উল্লাহ মাক্কী, জনাব আশরাফুল আলম, জনাব হামেদ জামিল হোসাইন, জনাব উবাইদুল্লাহ শামীমসহ দিবা শাখার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন শিক্ষাসফরের ব্যবস্থাপক জনাব মুহাম্মদ জিয়াউর রহমান। শিক্ষাসফরে ৮টি বাসযোগে প্রায় চারশত ডেলিগেট অংশগ্রহণ করে।
Leave Your Comments