বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১৭ মার্চ ২০২০ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষান্নোয়নের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে নিবরাস মাদরাসা কর্তৃপক্ষের সময়োপযোগী গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২০ শিক্ষাবর্ষের ১৫ এপ্রিল থেকে সকল ক্যাম্পাসে একযোগে রুটিনমাফিক অনলাইন শ্রেণিকার্যক্রম শুরু করে অদ্যাবধি যথারীতি চলমান রয়েছে। মহামারির কারণে বাংলাদেশে বিধ্বস্ত শিক্ষাব্যবস্থায় কিছুটা হলেও আশার প্রদীপ দেখিয়েছে। সকল ক্যাম্পাসে অত্যন্ত সফল ও যথার্থভাবে ভার্চুয়াল ক্লাস পরিচালনা শুধু মাদরাসাঙ্গনে নয়, গোটা দেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে সরকারি নির্দেশানুসারে একচুয়াল ও ভার্চুয়াল দু-ধরনে শ্রেণিকার্যক্রম পরিচালিত হচ্ছে