মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২১
গত ২৫ মার্চ ‘২১ বৃহস্পতিবার বেলা ১১:৩০টায় নিবরাস মাদরাসার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাদরাসার উপাধ্যক্ষ জনাব হোসাইন মো: ইলিয়াসের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড্ডা থানার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কৃষ্ণ চন্দ্র নমদাস। প্রধান আলোচক ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শত মোহাম্মদ ওয়ালী উল্লাহ। অন্যান্যের মধ্যে জনাব জিয়াউর রহমান জনাব আশরাফুল আলম, জনাব মীর মাহবুব হাসান, জনাব মুহসিন উদ্দিন, জনাব উবাইদুল্লাহ শামীম, জনাব মাহফুজুর রহমানসহ সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।