গত ১ জুন শনিবার সকাল ০৯:০০টায় নিবরাস মাদরাসা, মোহাম্মদপুর ক্যাম্পাসের “বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪” মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মু’তাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর মাহমুদুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোবহানবাগ জামে মসজিদের সম্মানিত খতিব, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এজহারুল হক, কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহা. আতাউর রহমান, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল্লাহ আল-মাদানী প্রমুখ। স্বাগত বক্তব্য পেশ পেশ করেন মোহাম্মদপুর ক্যাম্পাসের ইনচার্জ জনাব মো. ওয়ালী উল্লাহ খান। অনুষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষে প্রতি সেকশনে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, সাংস্কৃতিক পক্ষ’২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের বিজয়ী, ২০২৪ সালের দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ৩১৭ টি পুরস্কার বিতরণ করা হয়।
Leave Your Comments