গত ২২ ডিসেম্বর ‘২০ নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ মসজিদ মিশনের সহায়তায় শীতার্ত সুবিধাবঞ্চিত পথশিশুদের পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা মো. যাইনুল আবেদীন। অন্যান্যের মধ্যে নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কী, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোছলেহ উদ্দীন আলমগীর, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম খান, মেসবাহ উদ্দীন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা এম এস আলম উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে ছিন্নমূল শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।