Contact Info

প্রভাতী শাখার শিক্ষাসফর-২০২০ সম্পন্ন

১৫ ফেব্রুয়ারি ‘২০ শনিবার গাজীপুর জেলার পূবাইলে অবস্থিত ‘হাসনা হেনা পিকনিক ও শুটিং স্পট’-এ নিবরাস মাদরাসার প্রভাতী শাখার শিক্ষাসফর-২০২০ অনুষ্ঠিত হয়। শিক্ষাসফরে শ্রেণিভিত্তিক মার্বেল দৌড়, ভেতর/বাহির, অংক দৌড়, গুপ্তধন উদ্ধার, পাখি উড়া, নেতার আদেশ, বেলুন ফুটানো, পিলো উদ্ধারসহ বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে মাদরাসার অধ্যক্ষ মু’তাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে শিক্ষাসফর সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। অন্যানের মধ্যে নিবরাস ফাউন্ডেশনের তৎকালীন এডুকেশন সেক্রেটারি ড. শাইখ মো. মুস্তাফিজুর রহমান (রাহ:), সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি জনাব মোছলেহ উদ্দীন আলমগীর, ফাউন্ডেশনের সদস্য জনাব হুমায়ুন কবির, জনাব মহসিনুল হক, মাওলানা গোলাম মোস্তফা, জনাব রেজাউল কারীম, জনাব গোলাম মোস্তফা, জনাব শফিকুল ইসলাম, জনাব আশরাফুল আলম, জনাব মীর মাহবুব হাসান, জনাব এনামুল হক, জনাব উবাইদুল্লাহ শামীমসহ প্রভাতীর শাখার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন শিক্ষাসফরের ব্যবস্থাপক জনাব হোসাইন মো. ইলিয়াস। সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসের ইনচার্জ জনাব মাজহারুল ইসলাম আযহারী। শিক্ষাসফরে ১৯টি বাসযোগে প্রায় নয়শত ডেলিগেট অংশগ্রহণ করে। নিবরাস শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাসফরের কার্যক্রম শেষ হয়।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *