২ জানুয়ারি ২০২১ শনিবার নতুন শিক্ষাবর্ষের শুরুর দিন নিবরাস তাহফিযুল কুরআন মাদরাসার নাযেরা ও হিফয স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ম পর্বের সবক অনুষ্ঠান মাদরাসার অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে শিক্ষার্থীদের সবক প্রদান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব, প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাশেম। বিশেষ মেহমান ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ড. মো. নূরুল্লাহ আল-মাদানী। হাফেজ মাহফুজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ হোসাইন মো: ইলিয়াস, জনাব আশরাফুল আলম, জনাব মীর মাহবুব হাসান, হাফেজ আবুল হাসনাতসহ নাযেরা ও হিফয স্তরে উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন তাহফিযুল কুরআন মাদরাসার চেয়ারম্যান হাফেজ মো: জিয়াউর রহমান। ১ম পর্বের এ অনুষ্ঠানে ৭৫জন খুদে শিক্ষার্থীকে নাযেরা ও হিফয স্তরে সবক প্রদান করা হয়।
Leave Your Comments