বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন নিবরাস তাহফিযুল কুরআন মাদরাসার ১৪ জন খুদে শিক্ষার্থী অনলাইন ক্লাসের মাধ্যমে মহাগ্রন্থ আল-কুরআনের হিফয সম্পন্ন করায় মহান মহিয়ানের শুকরিয়া আদায় করা হয় আলহামদুলিল্লাহ। করোনাকালীন হিফয সমাপনকারী খুদে শিক্ষার্থীবৃন্দ- মো: ওসমান খান, তাহমিদ আহমেদ খান, মুস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ ফাহাদ, আফিফুল ইসলাম সিনহা, ফজলে রাব্বি, সা’দ বিন সাঈদ, জাকিউল ইসলাম রাহিক, তাহসিন জামান, তাওসিফ বিন বাশার, জান্নাতুল ফেরদাউস নাইমা জান্নাত, সারা জান্নাত বর্ষা, সা’দা সুলতানা ও শাহ ইফতেখার সামীর।